শিরোনাম

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন উপদেষ্টা

ওসমান_হাদিকে _দেখতে_হাসপাতালে_তিন_উপদেষ্টা_KHOLA_POST

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। শুক্রবার রাত ১০টার পর একে একে তাঁরা হাসপাতালে পৌঁছে হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

রাত ১০টার দিকে প্রথম হাসপাতালে পৌঁছান- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, কয়েক মিনিট পর তাঁদের সঙ্গে যোগ দেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিন উপদেষ্টা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানেন। পরে তাঁরা হাদির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। কীভাবে হামলার শিকার হলেন ওসমান হাদি- শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত ওসমান হাদির ওপর গুলি চালায়।

ঘটনার সময় তিনি গণসংযোগ শেষে গাড়ির দিকে এগোচ্ছিলেন বলে জানান ইনকিলাব মঞ্চের এক নেতা।

গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকের প্রাথমিক প্রতিবেদন- হাসপাতালের চিকিৎসক দলের একজন সদস্য জানান,

“হাদির অবস্থা গুরুতর। একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

চিকিৎসকেরা জানান, রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হবে। প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ- ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি লেখেন—
“নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য। দেশের শান্তিপূর্ণ রাজনীতির জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো প্রয়াস কঠোরভাবে দমন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। ঢাকা-৮ আসনকে গুরুত্বপূর্ণ আসন হিসেবে দেখা হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদির সক্রিয় প্রচারণা ও জনপ্রিয়তা বিভিন্ন মহলের নজর কাড়ছিল।

ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জনসভা ও কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনায় আসেন।

হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ ও ডিবি। বক্স কালভার্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গুলিবার করা মোটরসাইকেল আরোহীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

কোন মন্তব্য নেই