শিরোনাম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে বিভিন্ন হাসপাতালের নিয়মিত সেবা ব্যাহত হয়। এর আগে ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আজ সকালে বড় ধরনের সমাবেশে অংশ নেন আন্দোলনকারীরা। নেতারা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের দাবি তুলে ধরা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের নথিটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

নেতৃবৃন্দের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া থেকে শুরু করে বিধি শাখার সব শর্ত পূরণ করেও তারা আশানুরূপ সাড়া পাচ্ছেন না। “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, প্রশাসনিক জটিলতা আর বিভিন্ন অজুহাতে সিদ্ধান্ত বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে,”—বলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক নেতা।

তারা আরও জানান, ইতোমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো সিদ্ধান্ত হয়নি।

দাবি আদায় না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে রোগীদের জরুরি সেবাকে এই কর্মসূচির বাইরে রাখা হবে বলেও জানানো হয়।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালগুলোতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ সাধারণ সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়তে শুরু করেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ ভোগান্তি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই