শিরোনাম

৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউনের ঘোষণা

৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউনের ঘোষণা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আগামীকাল বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মবিরতি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, জাতীয় বার্ন ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটসহ ঢাকার সব প্রধান সরকারি হাসপাতালে কর্মবিরতি কার্যকর থাকবে।

এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল ও ঢাকা ডেন্টাল কলেজেও একই কর্মসূচি পালিত হবে।

৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউন

পরিষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪ ডিসেম্বর দেশের সব স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পূর্ণদিবস ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে। এর মধ্যেও দাবিগুলোর বাস্তবায়নে স্পষ্ট অগ্রগতি না হলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

দাবি বাস্তবায়নে অগ্রগতি না থাকার অভিযোগ

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পর্যায়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই তারা আবারও কর্মসূচি চালিয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছেন।

কোন মন্তব্য নেই