ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং মনোনয়নপত্রও কিনবো না। এ সিদ্ধান্তের জন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবে, আমি তার পক্ষ হয়ে মাঠে কাজ করবো।”
তিনি আরও বলেন, গত পাঁচ থেকে ছয় মাস ধরে নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন এবং জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। তবে ব্যক্তিগত কিছু বিষয় ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। “বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে আমার পরিবার চায়নি আমি নির্বাচনে অংশ নিই,”—যোগ করেন তিনি।
এ সময় তিনি আবারও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন এবং দলের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক আরিফ আলম দিপুসহ স্থানীয় সাংবাদিকরা।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন— নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।

কোন মন্তব্য নেই