খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, রাত ৯টা ৩০ মিনিট
খুলনার ডুমুরিয়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইমদাদুল হক মিলন (৪৫)। তিনি ডুমুরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে শলুয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইমদাদুল হক মিলন ব্যক্তিগত কাজে শলুয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
নিহত ইমদাদুল হক মিলন দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় যুক্ত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে খুলনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। খুলনা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘটনার পর শলুয়া বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ অনুসন্ধানে ভুক্তভোগীর পেশাগত কাজ, সাম্প্রতিক প্রতিবেদন এবং ব্যক্তিগত বিরোধ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
নিহত সাংবাদিকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই