হাদির পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | রাত ১০টা ১৫ মিনিট
গুলিবিদ্ধ হয়ে নিহত ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “হাদির মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। রাষ্ট্র একজন নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হলে, সেই দায় রাষ্ট্রকেই নিতে হয়। হাদির স্ত্রী ও সন্তানের শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি সরকার দেখবে।”
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবারই ওসমান হাদির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার ও পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার দাবি ওঠে।
প্রধান উপদেষ্টা বলেন, “এ ধরনের সহিংসতা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।”
তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র ন্যায়বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কোন মন্তব্য নেই