নচিকেতাকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে
হাসপাতালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাছ থেকে নচিকেতার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। শিল্পীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগেও দুর্গাপূজার এক অনুষ্ঠানে নচিকেতাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবারও অসুস্থতার খবর পেয়ে তিনি এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে পৌঁছে যান।
জীবনমুখী গানের মাধ্যমে নচিকেতা চক্রবর্তী বহু বছর ধরেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’সহ তাঁর অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের প্রিয়। বয়স বাড়ার সঙ্গে তাঁর শারীরিক দুর্বলতাও দেখা দিচ্ছিল, যা মুখ্যমন্ত্রী আগেও লক্ষ্য করেছিলেন।
শীতকালীন মৌসুম হওয়ায় টানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন এই জনপ্রিয় শিল্পী। ফলে বিশ্রাম ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করার সুযোগ খুব একটা পাননি। পার্ক সার্কাসের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেকআপে গেলে প্রাথমিক পরীক্ষায় সমস্যার ইঙ্গিত পাওয়া যায়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় হৃদপিণ্ডে সমস্যার বিষয়টি স্পষ্ট হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে—শিল্পীকে আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা নিয়মিত নজরদারি করছেন।

কোন মন্তব্য নেই