শিরোনাম

তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন

তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন

অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সভায় আনুষ্ঠানিক বক্তব্য শেষে এক পর্যায়ে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমির কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। সাদিক হাসান রুমি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর–ডিজিএফআই–এর সাবেক মহাপরিচালক।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত এ মতবিনিময় সভায় মোট ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভা পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

বক্তব্যের শেষ অংশে তারেক রহমান বলেন,
‘স্ক্রিনে আমি একজনকে দেখতে চাই। এটা একটু ব্যক্তিগত বিষয় হলেও উল্লেখ করতে চাই। আম্মার সময় ডিজিএফআইয়ে দায়িত্বে ছিলেন রুমি সাহেব। রুমি সাহেব, আপনি উপস্থিত আছেন?’
জবাবে রুমি বলেন, ‘জি আছি।’

এরপর তারেক রহমান পুরোনো একটি ঘটনার প্রসঙ্গ তুলে বলেন,
‘আপনার নিশ্চয় মনে আছে পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত আমাদের একটি বড় মিছিল হয়েছিল। সেই ভিড়ের মধ্যে আপনি আমাকে কিছু একটা বলেছিলেন। আমি সেদিন আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করেছিলাম। আমি সত্যিই দুঃখিত। অনেক দিন ধরে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছি। আজ সুযোগ পাওয়ায় ক্ষমা চাইছি।’

উত্তরে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন,
‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি যে কথা বললেন, আমি তা মনে রাখব। ধন্যবাদ।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকেও বক্তব্য উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্নেল (অব.) হারুনুর রশিদসহ আরও অনেকে।

কোন মন্তব্য নেই