শিরোনাম

১৪ বছরের সূর্যবংশী গুগল সার্চে সেরা

kholapost_2025_Vaibhav_Suryavanshi

মাত্র ১৪ বছর বয়সে ব্যাট হাতে রেকর্ড ভাঙছেন সূর্যবংশী। মাঠে তো বটেই, মাঠের বাইরেও চলতি বছরের পারফরম্যান্সে তিনি ভারতের ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। তার অবিশ্বাস্য ব্যাটিং দক্ষতা, ধারাবাহিক সেঞ্চুরি এবং ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে গুগল ট্রেন্ডসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা কিশোর ক্রিকেটারের তকমা পেয়েছেন তিনি।

গুগল ট্রেন্ডসের ‘ইয়ার ইন সার্চ ২০২৫’ তালিকায় সূর্যবংশীর আগে কেউ নেই। ২০২৫ সালে এই কিশোরের ব্যাট থেকে রানের ফোয়ারা কখনো থেমে না। তার বয়স মাত্র ১৪, কিন্তু যে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে বিস্মিত না হয়ে উপায় নেই।

চলতি বছরে সূর্যবংশী করেছেন তিনটি উল্লেখযোগ্য সেঞ্চুরি--

আইপিএল: রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৮ বলে ১০১ রান। বাঁহাতি এই ব্যাটসম্যানের খেলায় দর্শকরা মুগ্ধ।

রাইজিং স্টারস এশিয়া কাপ: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বলে ১৪৪ রান। এ রানের মাধ্যমে তিনি সবাইকে চমকে দিয়েছেন।

সৈয়দ মুশতাক আলী ট্রফি: সেখানে ও একটি সেঞ্চুরি তুলে নিয়ে তিনি বয়সের চেয়েও বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন।

গুগল ট্রেন্ডসে সূর্যবংশীর পরে দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াংশ আর্য। পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলা এই তরুণ ব্যাটসম্যানও আইপিএল ও জাতীয় পর্যায়ে আলোচনায় ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা, যিনি ২০২৫ সালে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বর হয়েছেন।

এভাবে চলতি বছর ভারতীয় ক্রিকেটে সূর্যবংশীর অবদান, রেকর্ড এবং জনপ্রিয়তা নজরকাড়া। মাঠের পারফরম্যান্স ছাড়াও তার ব্যাটিং ও অসাধারণ খেলাধৈর্য তাকে ২০২৫ সালের ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত এবং গুগলে সবচেয়ে বেশি খোঁজা কিশোর ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কোন মন্তব্য নেই