শিরোনাম

রাশিয়ার হামলায় কিয়েভে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন!

 

রাশিয়ার হামলায় কিয়েভে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন!

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শুক্রবার রাতে চালানো এই হামলায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করা হয়, যার ফলে শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন। পাশাপাশি আশপাশের এলাকা ও আবাসিক ভবনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র ও ৬০০টি ড্রোন ব্যবহার করেছে, হামলায় তিনজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ বছরের একটি শিশুও রয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লক্ষ্য ছিল সামরিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ জ্বালানি অবকাঠামো, যা ইউক্রেনের কার্যক্রমকে সহায়তা করে। প্রতিরোধে, ইউক্রেনের বিমান বাহিনী ৫৫৮টি ড্রোন ও ১৯টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ডিটেক এনার্জি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৬০ হাজার পরিবারের বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে কিয়েভসহ ইউক্রেনে প্রায় প্রতিদিনই রাশিয়ার বিমান হামলা চালানো হচ্ছে। শীতের আগেই জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে মস্কো। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার কিয়েভে তাপমাত্রা মাত্র ২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

কোন মন্তব্য নেই