মেডি নিউজ

[মেডি নিউজ][bleft]

ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলার দাবি হুতির

ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলার দাবি হুতির

ইসরায়েলের লক্ষ্য করে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। আজ রোববার হুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা।

ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে বিবৃতিতে হুতি বলেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। হুতির ভাষ্যমতে, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।

অপর দিকে ইসরায়েলে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমানবাহিনী। এর আগে রোববার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে ‘প্রতিরোধ অক্ষ’ তৈরি করেছে, তারই অংশ হুতি। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা।
ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলার দাবি হুতির ইসরায়েলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলার দাবি হুতির Published by Rasel Bapy on ডিসেম্বর ০১, ২০২৪

কোন মন্তব্য নেই: