মেডি নিউজ

[মেডি নিউজ][bleft]

ড্রাগ লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র

ড্রাগ লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র
ছবিঃ সংগৃহিত
যারা ড্রাগ লাইসেন্স করতে চাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পোস্টঃ

জেনে নিন কি কি লাগবে ড্রাগ লাইসেন্স করতে ⤵️

১। ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।

২। মালিকের এনআইডির ফটোকপি।

৩। ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র। 

৪। দোকান ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি। 

৫। ফার্মাসিস্ট এর রেজিস্ট্রেশন সনদপত্রের ফটোকপি।

৬। ফার্মাসিস্ট এর এনআইডির ফটোকপি। 

৭। মালিকের পাসপোর্ট সাইজ দুই কপি ছবি ।

৮। ফার্মাসিস্টের পাসপোর্ট সাইজ দুই কপি ছবি।

১০। ট্রেজারি চালান জমা পৌর এলাকার ভিতরে ২৫০০/- বাহিরে ১৫০০/-।

১১। সাথে ১৫% ভ্যাট যোগ হবে-

লাইসেন্স ফি কোড নং : ১৪ ২২ ১৯৯, ভ্যাট কোড নং : ১১ ৪১ ১১ ০১

ড্রাগ লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র  ড্রাগ লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র Published by Rasel Bapy on নভেম্বর ২৩, ২০২৪

কোন মন্তব্য নেই: