মেডি নিউজ

[মেডি নিউজ][bleft]

দুই মাথা, তিন পা ও চার হাত নিয়ে নবজাতকের জন্ম

lalpur-natore

নাটোরের লালপুর উপজেলায় এক নারী তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম দিয়েছেন। শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই সন্তানের জন্ম হয়।

ওই নারীর নাম আছিয়া বেগম। তিনি লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী।

রবি হোসেন বলেন, ঈশ্বরদীর আলো জেনারেল হাসপাতালে তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে তাঁদের তৃতীয় সন্তান জন্ম নেয়। শিশুটি অচেতন অবস্থায় জন্ম নিয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শিশুটি চিকিৎসকদের হেফাজতে আছে।

আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই অস্বাভাবিক আকৃতির একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটি তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি অসুস্থ থাকলেও তার মা সুস্থ আছেন।

দুই মাথা, তিন পা ও চার হাত নিয়ে নবজাতকের জন্ম দুই মাথা, তিন পা ও চার হাত নিয়ে নবজাতকের জন্ম Published by Rasel Bapy on ডিসেম্বর ০৫, ২০২১

কোন মন্তব্য নেই: