মেডি নিউজ

[মেডি নিউজ][bleft]

মৃত্যু হবে দুপুরে, ১০৯ বছরের বৃদ্ধ আগেই কাফন পরে কবরে বসেছিলেন !

মৃত্যু হবে দুপুরে, ১০৯ বছরের বৃদ্ধ আগেই কাফন পরে কবরে বসেছিলেন !

যেকোনো সময় মৃত্যু হতে পারে এই আশঙ্কায় ১০৯ বছরের বৃদ্ধ কবর খুঁড়ে তার পাশে বসে দিন কাটাচ্ছেন। ভারতের উত্তরপ্রদেশের বড়বাঁকি জেলারঘটনাটি ঘটেছে।

আর এস’র এক প্রতিবেদনে জানা যায়, পরিবার-পরিজনদের ডেকে কাফন পরে কবরের পাশে দিনভর বসেছিলেন বৃদ্ধ। 

এভাবে বসে থাকার কারণ হিসেবে তিনি জানান, ফেরেশতারা তাকে জানিয়েছেন, ১টা বেজে ১০ মিনিটে তিনি মারা যাবেন। সেই কারণে বসে আছেন কবরের পাশে।

বৃদ্ধ নিজেই কাফন পরে বসে পড়েন কবরের পাশে। আর তা দেখতে ভিড় জমান স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকেও লোকজন আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাও সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ওই বৃদ্ধের কিছু হয়নি। তখন বৃদ্ধকে অনেক বুঝিয়ে বাড়ি পাঠান পুলিশ।

মুহম্মদ শাফি নামের ওই বৃদ্ধ জানান, তিনি জানতে পেরেছিলেন যে, তিনি মারা যাবেন ১টা বেজে ১০ মিনিটে। সেই কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে বসেছিলেন।

তিনি আরও জানান, বছর পাঁচেক আগেই তার মৃত্যুর কথা ছিল। কিন্তু সেবার তিনি মরেননি।

পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিকভাবে অসুস্থ।
মৃত্যু হবে দুপুরে, ১০৯ বছরের বৃদ্ধ আগেই কাফন পরে কবরে বসেছিলেন ! মৃত্যু হবে দুপুরে, ১০৯ বছরের বৃদ্ধ আগেই কাফন পরে কবরে বসেছিলেন ! Published by Rasel Bapy on অক্টোবর ২৫, ২০২১

কোন মন্তব্য নেই: