মেডি নিউজ

[মেডি নিউজ][bleft]

বিস্মিত পলাশ, পাকিস্তানি জয়নব আব্বাসের মুখে হঠাৎ ‘রোকেয়া’

বিস্মিত পলাশ, পাকিস্তানি জয়নব আব্বাসের মুখে হঠাৎ ‘রোকেয়া’

সিলেট, শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস—এই দুই ম্যাচ।

এবারের বিপিএলে উপস্থাপনার দায়িত্বে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের পরিচিত স্পোর্টস সঞ্চালক রিধিমা পাঠক। মাঠের খেলা যেমন জমজমাট, তেমনি উপস্থাপকদের প্রাণবন্ত উপস্থিতিও দর্শকদের বাড়তি বিনোদন দিচ্ছে।

নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ চলাকালে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’–খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। খেলার ফাঁকে সরাসরি সম্প্রচারে তাকে আলোচনায় ডাকেন উপস্থাপক জয়নব আব্বাস। এ সময় নোয়াখালী এক্সপ্রেসের পারফরম্যান্স, দল নিয়ে প্রত্যাশাসহ নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পলাশ।

তবে লাইভ আলোচনার এক পর্যায়ে হঠাৎ করেই জয়নব আব্বাস পলাশের মুখে পরিচিত একটি নাম—‘রোকেয়া’—উল্লেখ করলে মুহূর্তেই চমকে যান অভিনেতা। বিস্ময় লুকাতে না পেরে পলাশ মজার ছলে পাল্টা প্রশ্ন করেন,

“ওহ মাই গড! তুমি রোকেয়ার বিষয়টা জানো?”

এর জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে জয়নব বলেন,

“হ্যাঁ, আমি জানি।”

এতে হাস্যরস আরও বাড়িয়ে দিয়ে পলাশ বলেন,

“ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি এখন সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।”

এই মজার কথোপকথন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ পলাশ অভিনীত চরিত্রের প্রেমিকার নাম রোকেয়া, যা দর্শকদের কাছে ব্যাপকভাবে পরিচিত। সেই ধারাবাহিকের সূত্র ধরেই এই নাম উল্লেখে তৈরি হয় হাস্যকর ও উপভোগ্য মুহূর্ত।

বিপিএলের মাঠে ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি এমন হালকা বিনোদন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন অনেকেই।
বিস্মিত পলাশ, পাকিস্তানি জয়নব আব্বাসের মুখে হঠাৎ ‘রোকেয়া’ বিস্মিত পলাশ, পাকিস্তানি জয়নব আব্বাসের মুখে হঠাৎ ‘রোকেয়া’ Published by Rasel Bapy on ডিসেম্বর ২৯, ২০২৫

কোন মন্তব্য নেই: