শিরোনাম

পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে র‍্যাবিস টিকা কার্যক্রম অনুষ্ঠিত

পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে র‍্যাবিস টিকা কার্যক্রম অনুষ্ঠিত

চট্টগ্রামে পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে র‍্যাবিস টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে কুকুর ও বিড়ালসহ বিভিন্ন পোষা প্রাণীকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়।

ঘরে পালিত বা রাস্তার বিড়াল-কুকুরের সঙ্গে মানুষের নিয়মিত মেলামেশা হয়। অনেক সময় শিশুদের খেলা করা, খাবার দেওয়া বা হঠাৎ উত্ত্যক্ত করার ঘটনায় আঁচড় বা কামড় লাগার ঝুঁকিও থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিটি কামড়ে জলাতঙ্ক হয় না; কেবলমাত্র আক্রান্ত প্রাণীর মাধ্যমে সংক্রমণ ঘটে। টিকা দেওয়া প্রাণীর আঁচড় বা কামড়ে সাধারণত অতিরিক্ত জলাতঙ্ক টিকা নেওয়ার প্রয়োজন পড়ে না।

এই সচেতনতাই সামনে রেখে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইনস্টিটিউট এবং ওয়ান হেলথ ইয়াং ভয়েস বাংলাদেশ যৌথভাবে র‍্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করে।

গত ২৯ নভেম্বর দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা ও টিকাদান সেবা দেওয়া হয়। আয়োজকরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীর কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই