আজ সচিবালয়ে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টরা
আজ ৩০শে নভেম্বর সচিবালয়ে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টরা।গত মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলনে লাগাতার কর্মবিরতি কর্মসূচি এই ঘোষণা দেওয়া হয়। দেশের সব সরকারি-বেসরকারি, বিশেষায়িত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি শুরু করবেন তারা।
পরিষদের সমন্বয়ক ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এম-ট্যাব) এর মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে গণসংযোগ, স্মারকলিপি প্রদান এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
মো. বিপ্লবুজ্জামান বিপ্লব আরও বলেন, আগামীকাল ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। পরবর্তীতে ১, ২ ও ৩ ডিসেম্বর অর্ধদিবস সকাল ৮টা–দুপুর ১২টা কর্মবিরতি হবে। আগামী ৪ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে।
স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক, যার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে চিকিৎসক,নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগীদের সেবাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগ নির্ণয়, যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, ক্যানসার প্রতিরোধে রেডিওথেরাপি, ফিজিওথেরাপি ও ডেন্টাল।
রোগ নির্ণয়ে সর্বাত্মক ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টরা। অন্যদিকে ফার্মাসিস্টরা মেডিসিন স্টোরের দায়িত্ব, ঔষধের চাহিদাপত্র প্রস্তুতকরণ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, বিতরণসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। এই পেশায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান থাকলেও নানাবিধ সমস্যায় জর্জরিত, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এবং বরাবরই অবহেলিত রয়েছে।
নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন, সংগ্রাম, সহায়ক কর্মসূচি পালন, দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন এবং জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা হলেও সংশ্লিষ্ট উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও মন্ত্রণালয়ের কোয়ারি সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করেছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ১৯৯৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত সুদীর্ঘ ৩১ বছর ধরে এই পেশার মানুষ ১০ম গ্রেড পদমর্যাদার জন্য সংগ্রাম করে আসছে। ২০০৩ সালে ডিপ্লোমামেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সকল গ্রুপকে ২য় শ্রেণীর গেজেটেড এবং বেতন ১০ম গ্রেড উন্নীত করার প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপন করা হলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

কোন মন্তব্য নেই