মেডি নিউজ

[মেডি নিউজ][bleft]

করোনা হলে কখন মনে করবেন হাসপাতালে ভর্তি হওয়া জরুরী


করোনা ভাইরাসের সর্বাধিক সাধারণ লক্ষণ-

১। জ্বর।

২। শুষ্ক কাশি।

৩। ক্লান্তিকম।

করোনা ভাইরাসের সাধারণ লক্ষণ-

১। ব্যথা এবং ব্যথা। 

২। গলা ব্যথা।

৩। ডায়রিয়া। 

৪। কনজেক্টিভাইটিস। 

৫। মাথাব্যথা।

৬। স্বাদ বা গন্ধ ক্ষতি। 

৭। ত্বকে ফুসকুড়ি। 

৮। আঙ্গুলের বা পায়ের আঙ্গুলের বিবর্ণতা।


করোনা হলে কখন মনে করবেন হাসপাতালে ভর্তি হওয়া জরুরী-

১। শ্বাসকষ্ট হলে।

২। অক্সিমিটারের অক্সিজেনের মাত্রা ৯৪% বা তার নিচে দেখালে।

৩। বুকে ব্যথা হলে।

৪। এক্সরে বা সিটি স্ক্যানে নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ দেখা দিলে।

৫। তীব্র দূর্বলতা যেমন হাটাচলা বা কথা বলতেও কষ্ট হচ্ছে এরকম অবস্থার সৃষ্টি হলে।

৬। কাশির তীব্রতা খুব দ্রুত বৃদ্ধি পেলে, জ্বর ৭ দিন বা তার অধিক কাল থাকলে।

৭। রোগী অসংলগ্ন আচরণ করলে।

৮। চিকিৎসক যদি বলে আপনার অক্সিজেন প্রয়োজন হবে তাহলে কোনভাবেই বাসায় শুধু অক্সিজেন নিয়ে সময় নষ্ট করবেন না। কারণ যাদের অক্সিজেন দরকার হয় তাদেরকে অক্সিজেনের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু ওষুধ দিতে হয়।
করোনা হলে কখন মনে করবেন হাসপাতালে ভর্তি হওয়া জরুরী করোনা হলে কখন মনে করবেন হাসপাতালে ভর্তি হওয়া জরুরী Published by Rasel Bapy on এপ্রিল ১৬, ২০২১

কোন মন্তব্য নেই: